2022 [13th international conference of marine technology]

সফল ভাবে সম্পন্ন হলো দুদিন ব্যাপী  2022 [13th international conference of marine technology], গত ২১-১২-২০২২ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী দিপুমনি অনুষ্ঠানটি উদ্বোধন করেন । দেশের বেশ কটি স্বনামধন্য শিপইয়ার্ড এর পাশাপাশি রেডিয়েন্ট শিপইয়ার্ড ও সম্মেলনটি পৃষ্ঠপোষকতা করে,

রেডিয়েন্ট শিপইয়ার্ড নিজস্ব সুসজ্জিত স্টলের মাধ্যমে দেশ ও বিদেশের অসংখ্য দর্শনার্থীদের কাছে নিজেদের  অবস্থান সফল ভাবে তুলে ধরে।

সম্মেলন শেষে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন, রেডিয়েন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে এম আলাউদ্দিন এবং টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ আশরাফুল করিম, পরবর্তীতে মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী-র নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন মাননীয় এ কে এম আলাউদ্দিন স্যার।

Posted in:

Leave a Comment (0) ↓