শোক সংবাদ

প্রয়াত অপারেশান ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ এ আর শাহরিয়ার এর জানাজা প্রসঙ্গেঃ

না ফেরার দেশে চলে গেলেন রেডিয়েন্ট শিপইয়ার্ড লিঃ এর

অপারেশন ডিরেক্টর শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার এ এ আর শাহরিয়ার স্যার।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গত রোজ শুক্রবার , ২১ শে জানুয়ারী ২০২২ ইং তারিখে ভারতের মেদান্তা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘ দিন ভারতে চিকিৎসাধীন ছিলেন এবং ক্যান্সার এর সাথে যুদ্ধ করেছেন।

তিনি অত্যন্ত নির্মল মনের অধিকারী এক জন মানুষ ছিলেন,

আল্লাহ পাক স্যার এর সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এটাই আমাদের প্রার্থনা।

প্রয়াত অপারেশান ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ এ আর শাহরিয়ার এর জানাজা প্রসঙ্গেঃ

The dead body of Operation Director of Radiant Shipyard Ltd late Engr A A R Shahriar is going to arrive today (Sunday) at 6:45 pm. His body will be kept at his residence (114 Middle Bashabo, Dhaka 1214) from 9:30 pm to 11:30 pm and then the body will be taken to Chittagong. His Namaz-e- janaja will be held tomorrow (Monday)after Johr prayer at Halishahar housing estate block B central Eidgaon. He will be buried at Halishahar housing estate B block graveyard. May Allah grant him eternal peace.

প্রয়াত অপারেশান ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ এ আর শাহরিয়ার এর মৃত দেহ আজ ২৩ শে জানুয়ারী ২০২২ ইং রোজ রবিবার সন্ধ্যা ৬.৪৫ ঘটিকার সময় ইন্ডিয়া থেকে ঢাকায় আসবে।

তার মৃতদেহ তার বাসস্থানে (১১৪, মধ্য বাসাবো ,ঢাকা ১২১৪) রাত ৯ঃ৩০ ঘটিকা থেকে ১১ঃ৩০ ঘটিকা পর্যন্ত রাখা হবে, এরপর মৃতদেহ চট্টগ্রাম উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

তার নামাজ ই জানাজা আগামীকাল রোজ সোমবার বাদ যোহর হালিশহর হাউজিং ষ্টেট ব্লক বি সেন্ট্রাল ঈদগাহে অনুষ্ঠিত হবে। মৃতদেহ জানাজার পর হালিশহর হাউজিং ষ্টেট ব্লক বি কবরস্থানে দাফন করা হবে।

মহান আল্লাহ্‌ তায়ালা তাকে চিরায়ত শান্তি প্রদান করুক।

Posted in:

Leave a Comment (0) ↓