“রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড এর নতুন দিগন্ত উন্মোচন”
গত ২২/৬/ ২০২২ রোজ বুধবার , রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড, দাউদপুর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তৈল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি সেলফ প্রপেল্ড বার্জ, ১ টি টাগ বোট, ১ টি পন্টুন ও ১ টি ডাম্ব বার্জ তৈরি প্রজেক্ট এর কীল লেয়িং অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হলো । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
মোংলা বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা (ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি)
এবং
প্রকল্প পরিচালক কমান্ডার শেখ ফখর উদ্দিন , (সি), বি এন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
* কমান্ডার এ কে এম আলাউদ্দিন (অবসরপ্রাপ্ত)),বি এন। ( ম্যানেজিং ডিরেক্টর – রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেড )
* সৈয়দ আশরাফুল কারিম (টেকনিক্যালডিরেক্টর – রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেড )
* কমোডোর এম কে বখতিইয়ার (অবসরপ্রাপ্ত) ,বি এন। (ডিরেক্টর – রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেড)
* ক্যাপ্টেন সৈয়দ সাইদুল ইসলাম খান (অবসরপ্রাপ্ত) ,বি এন। ( প্রোডাকশনডিরেক্টর – রেডিয়ান্ট শিপইয়ার্ড লিমিটেড )
কীল লেয়িং অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর অতিথি বর্গ শিপইয়ার্ড পরিদর্শন করেন।
রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড পরিবার প্রজেক্টটিতে সফলকাম হউয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।
উক্ত অনুষ্ঠান সম্পর্কিত সংবাদের কতিপয় সংবাদ পত্রিকা লিংকঃ
১।https://bn.observerbd.com/details.php?id=79660
২।https://www.jaijaidinbd.com/economics/269880
Posted in:
Leave a Comment (0) ↓